সময়পুর :বনলক্ষ্মী আলমগীর

সময়পুর

বনলক্ষী আলমগীর

আমি এক সময়পুরের অস্থায়ী- বাসিন্দা। এখানের বাসিন্দাদের সময় বেঁধে দেয়া আছে। চলে যাওয়ার টিকিট ও আছে কাটা।
এখানে মায়ামমতার – বন্ধন আছে,
প্রেমপ্রীতি ভালোবাসা আছে।
আছে অঢেল জমি জমা জমিদার আছে,
একজন সেই সব অধিকারী।
দাদা ছিল কৃষক, বাবা ও তাই, নিজের জমি চাষ করিতে ভাগ্যে জোটে নাই।
জমিদারের কোনো খাজনার রীতি- নীতি নেই।
দিতে হয়না কোনো ট্যাক্স,টোল।
মানুষের মাঝে মোরা করি বসবাস।
সম্প্রীতির বন্ধনে মোরা গ্রথিত যে।
এই সময় পুরে নেই হিংসা-বিদ্বেষ নেই কোনো অরাজকতা।
ধর্ম বর্ণ গোত্রের নেই কোনো ভেদাভেদ।
এখানে সব মানুষ আমরা ভাই ভাই
একে অপরের সমব্যথী।
এসেছি এখানে অস্থায়ী মোরা মাত্র ক’দিনের তরে। নেই ছলছাতুরী নেই হানাহানি নেই সম্পদের পাহাড়।
ওগুলো দিয়ে কি হবে? আমিতো সময়পুরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি অপেক্ষমান – নিশ্চিন্ত পুরে যাব আমি
একেবারে স্থায়ী বাসিন্দা হয়ে।
ওখানেই যে বরাদ্দ রয়েছে আমার চিরস্থায়ী নিবাস – সঙ্গে নিয়ে যাব মোর
কৃতকর্মের হিসাব নিকাশ।
চেকিং করবে ইমিগ্রেশন অফিসার- আমার আমলনামার ফলাফলের হিসাবে নির্ধারিত হবে আমার আসল নিবাস।

Leave A Reply

Your email address will not be published.