ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঝিনাইদহের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে এসে শেষ হয় মিছিলটি। এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, বিজেপির দালালেরা হুঁশিয়ার, সাবধানসহ নানা শ্লোগান দেন।
সমাবেশ বক্তব্য রাখেন, সরকারী কেসি কলেজের শিক্ষার্থী, আব্দুল খালিদ। বিশিষ্ট আলেম হযরত মাওলানা জুবায়ের সাহেব,মাওলানা আরিফ বিল্লাহ্, ছাত্রনেতা সমিন,আশিক প্রমুখ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের একজন আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানাই। যারা নবী ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাই। আগামীতেও বাংলাদেশের ভেতরে ও বাইরে যারা এ ধরনের কটূক্তি করবে আমরা তাদের প্রতিহত করবো।
অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার যেন রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানায়। ভারতে আমাদের নবীকে নিয়ে যে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে তা সারাবিশ্বের মুসলমানদের হৃদয়কে রক্তাক্ত করেছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, সরকারের পক্ষ থেকে যদি কোন পদক্ষেপ না নেয় তবে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করবো। এরপর সারাদেশে প্রতিবাদের ভাষা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।
সমাবেশটি সঞ্চালনা করেন সরকারি কেসি কলেজের মেধাবির শিক্ষার্থী রাতুল হোসেন