ঝিনাইগাতীতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

গোলাম রব্বানী (টিটু): শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সামনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

বুধবার (২ অক্টোবর) ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে ১০ম গ্রেড বাস্তবায়ন সহ শিক্ষকদের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাছুদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম, এস এম রমজান আলী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন বৈষম্য বজায় রেখে শিক্ষকরা চলতে পারে না। ১০ম গ্রেড আমাদের দাবি না, আমাদের অধিকার। একজন শিক্ষক বর্তমান বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় যে বেতন পায় তা দিয়ে সংসার চালানো দুস্কর হয়ে পড়ছে। অনেক শিক্ষক ব্যাংক বা ব্যাক্তিদের কাছ থেকে সুদে টাকা গ্রহণ করে সংসার চালাতে বাধ্য হচ্ছে। তাই তা নিরসনে জীবন জীবিকার কারণে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহব্বান রাখেন বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের নিকট দাবি তুলে ধরে স্মারকলিপি প্রদন করেন তারা। উপজেলার ১০১টি সরকরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.