গোবিন্দগঞ্জের পল্লীতে ভুয়া কবিরাজ ও ঝাড়ফোক কারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী।
মোঃ রেজাউল করিম:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া হীরক পাড়ার ভুয়া প্রতারক চক্রের সদস্য নজরুল ইসলাম ফকির প্রতিদিন ও শনিবার মঙ্গলবার ডাকবার দুর দুরান্ত থেকে নিয়মিত আগত মক্কেল দের কে চাকু দ্বারা বুঝ বোঝার নামে বিভিন্ন প্রলবন
দিয়ে প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এলাকাবাসীর অভিযোগ ভুয়া ফকির নজরুল ইসলাম একজন প্রতারক ও ভূমিদস্যু বটে।
কোন কাজ করে না কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ও আলীসান বাসাবাড়ি করেছে।
অপরদিকে মাদার দহ দক্ষিণ পাড়ার ভুয়া কবিরাজ ও ঝাড়ফোক তাবিজ কারি আব্দুল কাফি মুন্সির বিরুদ্ধে
বিভিন্ন প্রতারণার অভিযোগের উঠেছে। একজন মসজিদের ইমাম কিভাবে ঝাড়ফোক ও তাবিজ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে মানুষের প্রতি সাধন করে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবারবর্গ।
সেই সঙ্গে গুমানীগঞ্জ ইউনিয়নের
কাইয়াগঞ্জ নামক স্থানে ভুয়া প্রতারক বুঝবোঝা ফকির আতাউর রহমানের বিরুদ্ধে
নারীদের সম্মান হানি সহ প্রতিদিন ও শনিবার -মঙ্গলবার শতশত মক্কেল কে বিভিন্ন ধরনের বুঝ দিয়ে ও প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এবং আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে।
ভুয়া ফকির নজরুল ইসলাম নিজেকে বিশাল প্রভাব শালী দাবি করে। প্রতারক ভুয়া ফকির আতাউর রহমান নিজেকে প্রভাবশালী বলে মনে করে, কারণ তার অন্যায় কাজে সহায়তা ও প্রসয় দেয়
সাবেক এমপি আবুল কালাম ও সাবেক মেয়র মুকিতুর রহমান রাফি।
ভুয়া ফকির প্রতারক চক্রের
কবল থেকে সহজ সরল মানুষদের রক্ষায় এগিয়ে আসতে হবে ।
এই ভুয়া প্রতারক ফকিরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।