ব্রেকিং নিউজ

নগরীতে অটোরিকশা চলাচলে আরএমপি’র নির্দেশনা

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে সড়কে শৃঙ্খলা আনতে অটোরিকশা চলাচলে নির্দেশনা দিয়েছে আরএমপি ট্রাফিক বিভাগ।

আগামী ১৫ সেপ্টেম্বর হতে এই নির্দেশনা মেনে ইজিবাইক-অটোরিকশা চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর হতে পূর্বের ন্যায় পালাক্রমে সকালে লাল রং এর ইজিবাইক এবং বিকালে সবুজ রং এর ইজিবাইক চলাচল করার জন্য অনুরোধ করা হলো। মাসের প্রথম ১৫ দিন অর্থাৎ ১ তারিখ হতে ১৫ তারিখ পর্যন্ত সবুজ রং এর ইজিবাইক সকাল ৬টা হতে দুপুর ২ টা পর্যন্ত এবং দুপুর ২টা হতে রাত ১০টায় পর্যন্ত লাল রংএর ইজিবাইক চলবে। ১৬ তারিখ হতে মাসের পরবর্তী দিনগুলোতে লাল রং এর ইজিবাইক সকালে চলবে ও বিকালে চলবে সবুজ রং এর ইজিবাইক। সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন ব্যতীত ইজিবাইক-অটোরিকশা রাজশাহী মহানগরীতে প্রবেশ করবে না।

ইজিবাইক/অটোরিকশার চালক ও মালিকদের এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.