ব্রেকিং নিউজ

ডুমুরিয়ায় চালের উপর দাঁড়িয়ে আছে মরা গাছ, ঘটতে পারে দূর্ঘটনা।

 সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি 

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার  আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া বাজারে কয়েকটি দোকান পাটের উপর দাড়িয়ে আছে একটি মরা  শিরিশ গাছ বর্তমান গাছটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। সামান্য ঝড়বৃষ্টি বা দমকা বাতাসে গাছের ডাল এমনকি গাছও ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে অনেক গুলো প্রতিষ্ঠানের পাশে মরা গাছ দাঁড়িয়ে থাকায় চরম ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা বাণিজ্যের কাজ । যে কোন মূহুর্তে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও। তাই বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ মরা গাছটি জরুরিভাবে অপসারণ করা প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী সচেতন মহল। সরেজমিনে গিয়ে দেখা যায়, কুলবাড়িয় বাজারের ঠিক মধ্যখানে ব্যবসা প্রতিষ্ঠান এবং লোকজন যাতায়াত করায় ব্যস্ততম  এই রাস্তাটি।  মরা গাছের কারণে আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত ও ব্যবসা করতে হয় লোকজনদের। শুধু তাই নয় মাঝে মধ্যে ঝড়-বৃষ্টি হলে মরা গাছের ডাল ভেঙ্গে পড়ে থাকে রাস্তা ও দোকানের চালের উপরে। এ যেন দেখার কেউ নেই। গাছটির এমন পরিস্থিতি হওয়া সত্বেও নজরদারী নেই কর্তৃপক্ষের। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। কুলবাড়িয়া বাজার মৎস্য আড়তের সভাপতি এরশাদ আলী ও সমাজ সেবক এবং মৎস্য ব্যবসায়ী লাবলুর রহমান  জানান, এ বাজারে অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাছাড়া  প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে  শতশত লোক যাতায়াত করে। ব্যবসা প্রতিষ্ঠান  ছাদ ও চালের  উপর শিরিশ গাছ মরে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। যেকোন সময় গাছের ডাল ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে পথচারী ও ব্যবসায়ীদের সুবিধার্থে জরুরিভাবে এ গাছটি কাঁটার প্রয়োজন বলে মনে করি অচিরেই কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরী। কথা হয় বয়ারশিং তওশিলদার মোঃ জাহাঙ্গীর আলম এর সাথে তিনি বলেন, মরা গাছটির বিষয়ে আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং টেন্ডার দিয়ে অপসারণ করা হবে।

 সেলিম আবেদ, তাং ১৪-৯-২৪

Leave A Reply

Your email address will not be published.