ব্রেকিং নিউজ

শেরপুরের ঝিনাইগাতীতে যুব সমাজ আতংকে হাত বাড়ালেই মিলছে মাদক

গোলাম রব্বানী—টিটু:(শেরপুর)প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যুব সমাজের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে । ভয়াবহ মাদকের ছোবলে অনেক যুবকের জীবন সংসার থেকে ইতি টেনে ধবংসের দারপান্তে পেঁৗছেছে । মাদকের গ্রাসে পড়ে সংসার/ অভিভাবকের মাঝে নেমে এছেসে অশান্তির ঝড় । অনকের সংসারে পিতা মাতা ভাই বোন সহ আত্বীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে মাদকসেবীরা সমাজে অপকর্ম চালিয়ে যাচ্ছে । সিমান্বতীর্ উপজলা হওয়ার ফলে পাশ্ববতীর্ দেশ ভারত থেকেও মাদক আসছে । ভারতীয় মদ আমদানির ক্ষেত্রে ঝিনাইগাতী থানা পুলিশ অভিযান পরিচালনা করে অনেককেই আটক করে কোর্টে সোপর্দ করেছেন ইতিপূর্বে । গত ৫ই আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগার ভেঙে দিয়ে সকল অপরাধীরা বাহির হওয়ার সুযোগ কাজে লাগিয়ে স্ব স্ব এলাকার নিজস্ব বাড়িতে অবস্থান নেয় আসামিরা । এই সুযোগ কাজে লাগিয়ে ঝিনাইগাতী থেকে আটক হওয়া মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীরা এলাকায় এসে মাদক সেবন ও মাদক বিক্রয়ের উপর ব্যস্ত সময় পার করছেন । মাদক ব্যবসায়ীরা এখন প্রকাশ্যে মাদক বিক্রি করে থাকে । ফলে এলাকার শিক্ষিত যুব সমাজ এখন আতংক বিরাজ করছে অপরদিকে মাদকের করাল গ্রাসে পড়ে জীবনকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছে । মাদক বিকিকিনির ফলে এলাকায় চুরি ছিনতাইয়ের শিকার হচ্ছে অনেকেই । কয়েকজন চিহ্নিত মাদকসেবীকে পুলিশ বারবার আটক করলেও তাদের কোন পরিবর্তন হয়নি । মাদক বিক্রেতাকারী গডফাদাররা ধরারাছেঁায়ার বাইরে থাকে এদের অন্তরালে অন্য পেশার আড়ালে মাদকের ব্যবসা জমজমাট বলে জানা গেছে । এ ব্যাপরে ঝিনাইগাতী থানার ওসি বছির আহামেদ বাদল বলেন মাদকের অভিযান চলমান রয়েছে । প্রতিমাসেই নিয়মিত মাদক আইনে মামলা রুজু হয়ে থাকে । সচেতন মহল মনে করেন মাদকসেবী ও মাদক কারবারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার পরেও এদের কর্মকান্ড অব্যাহত থাকলে সামাজিক হিসাবে তা প্রতিহত করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কারণে, নচেৎ সমাজে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়ে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.