ব্রেকিং নিউজ

রামেক চিকিৎসক কাজেম আলী হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়।
মানববন্ধনে বক্তৃতারা বলেন, ডা. কাজেম আলী হত্যার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি। নগরীতে পুলিশ বাহিনীর স্থাপিত ৫ শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যাকাণ্ডে জড়িত মাইক্রো কারটি পর্যন্ত জব্দ করতে পারেনি পুলিশ।
বাক্তারা হত্যাকাণ্ডটিকে পরিকল্পিত দাবি করে তারা বলেন, আওয়ামী লীগের এক নেতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
ডা. কাজেম আলী পরিবার বলছে, হত্যাকান্ডের পর এখন পর্যন্ত তাদের পরিবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে রাজশাহীর কলাবাগান এলাকায় দুষ্কৃতিকারীরা নৃসংশভাবে হত্যা করে রামেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলীকে। মামলার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকেই চিহ্নিত করতে পারেনি পুলিশ।মানববন্ধনে রাজশাহীর চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.