ব্রেকিং নিউজ

ভোলায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচী বৈসম্যবিরোধী শিক্ষার্থীদের

মোঃ ফরিদুল ইসলাম,
ভোলা জেলা প্রতিনিধি।

বৈসম্যবিরোধী ছাত্র আন্দললনের বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করা হলেও ভোলায় বৈরি আবহাওয়ার কারনে বিক্ষোভ মিছিলের পরিবর্তে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি পালন করে কোটাবিরোধী আন্দোলনের সাধারন শিক্ষার্থীরা।

শনিবার (০৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

সাধারন ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাধারন মানুষ এ মোমবাতি প্রজ্বলনের কর্মসূচিতে অংশ নেয়।

সারাদেশে কোটাবিরোধী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা, গনগ্রেফতার ও নির্বিচারে শিশুসহ নিরস্ত্র শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবি বাস্তবানের জন্য এ কর্মসূচী পালন করে তারা।

এ ছাড়া বৈসম্যবিরোধী ছাত্রদের কেন্দ্র ঘোষিত রোববারের অসহযোগ আন্দোলনের সমর্থনে সর্বস্তরের নাগরিকদের রাজপথে থাকার আহ্বান জানানো হয় ভোলার কোটাবিরোধী আন্দোলনকারীদের পক্ষ থেকে।

Leave A Reply

Your email address will not be published.