বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা সাধারণ সম্পাদক মো. সায়েস্তার মিয়ার সঞ্চালনায় সংগঠনের সভাপতি মো: শাহিন উদ্দিনের সভাপতিত্বে প্রেসক্লাব অফিসে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) দুপুর ২ ঘটিকায় সভাটি শুরু হয়ে বিকেল ৫ ঘটিকায় সমাপ্ত করা হয়।
সভায় দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন স্থানে শহীদ হওয়া সাংবাদিকদের স্মরণে নিরবতা পালন সহ শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এছাড়া দেশের চলমান পরিস্থিতির গুজব না ছড়িয়ে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের উপর গুরুত্বারোপ করে আলোচনা করেন নেতৃবৃন্দ।
উপজেলা প্রেসক্লাবের সভায় উপস্থিত দায়িত্বশীল ও সাধারণ সদস্যদের সবার সম্মতিতে অপরাধ অনুসন্ধানী জাতীয় দৈনিক প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ এম আব্দুল করিমকে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করে সদস্য করা হয়েছে।
এসময় সভায় উপিস্থত ছিলেন : সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, অর্থ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম, মো: নিজাম উদ্দিন, ছালেক উদ্দিন, প্রাইভেট ডিটেকটিভ এর সদর ক্রাইম রিপোর্টার ফয়সল মাহমুদ প্রমুখ।