ব্রেকিং নিউজ

ডুমুরিয়ায় চেয়ারম্যান রবি হত্যার ঘটনায় থানায় মামলা, তারা বিশ্বাসসহ ৪জন পুলিশ হেফাজতে

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান রবি হত্যা ঘটনায় ডুমুরিয়া থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের হয়েছে। স্ত্রী শায়লা ইরিন নিজেই এ মামলার বাদী হয়েছেন। চলছে পুলিশ সহ ৪ সংস্থার সাড়াশি অভিযান। এ পর্যন্ত আওয়ামীলীগ নেতা আজগর বিশ্বাস তারাসহ পুলিশ হেফাজতে ৪জন।
পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, খুলনার ডুমুরিয়ায় ৮নং শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি (৬জুলাই) শনিবার রাতে সর্ন্ত্রাসীদের গুলিতে খুন হন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে রোববার রাতে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরেই চলছে অভিযান। যাতে অংশ নিয়েছেন পুলিশসহ প্রশাসনের একাধিক টীম। মুলতঃ কি কারণে এবং কেন খুন হলেন চেয়ারম্যান রবি। কিলিং মিশনে কে কে ছিল। হত্যাকান্ডের সমস্ত মোটিভ উদ্ধারে কাজ করছেন তারা। তবে এ পর্যন্ত তাদের হেফাজতে আছে ৪জন। তাদের মধ্যে বিশ্বাস প্রোপাইটিজের মালিক আজগর বিশ্বাস তারাথসহ তার এক সহযোগীর নাম শোনা গেছে। এছাড়া গুটুদিয়া এলাকার আছে ২জন। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা জানান, মামলার তদন্ত সার্থে এখন কোন কিছু বলা যাচ্ছে না। আমরা বিভিন্ন পয়েন্ট নিয়ে কাজ করছি। তবে তথ্য প্রযুক্তি দ্বারা এরই মধ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাওয়া গেছে। আমরা সেই সুত্র ধরেই কয়েক জনকে এনেছি।

Leave A Reply

Your email address will not be published.