পিরোজপুর: স্বরূপকাঠির পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ৫৬ কোটি ৩৪ লাখ ১ হাজার ২৬৮ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে পৌরসভা মিলনায়তন পৌর এলাকার বিশিষ্টজন ও সাংবাদিকদের উপস্থিতিতি ওই বাজেট ঘোষনা করেন পৌরসভার মেয়র মো. গোলাম কবির। নতুন কোন করারোপ বা কর বৃদ্ধি না করে অভ্যন্তরিন ও প্রকল্প আয়ের বিপরিতে ৫৬ কোটি ১২ লাখ ৫০ হাজার ৯৪৮ টাকা ব্যায় শেষে ২১ লাখ ৫০ হাজার ৩২০ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। তিনি জানান, পানি সর্বারহের বৃহৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলমান। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দরপত্র আহবান করা হয়েছে। এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বাজেট রাখা হয়েছে। মুমুর্ষ রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। কুকুরের উপদ্রব থেকে রক্ষায় সরকারী নির্দেশনা মোতাবেক সকলের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ দিনের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সমাজ সেবক মো. মহিবুল্লাহ, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শওকত আকবর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদার, পৌর আওয়ামীলীগের সম্পাদক মো. ফারুক হোসেন,সহসভাপতি মাহাফুজুর রহমান,সকল কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হেলাল উদ্দিন © সর্বস্বত্ত সংরক্ষিত
Copyright © 2023 স্বাধীন বাংলা নিউজ | তথ্য মন্ত্রনালয় নিবন্ধন নং-১৭৯