ব্রেকিং নিউজ

বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবলের উদ্বোধন

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আমিনুল ফরিদ, শফিকুল ইসলাম বাবু, জামিলুর রহমান জামিল প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টে ১০টি কলেজের শিক্ষার্থিরা ১০টি টিমে অংশ গ্রহণ করে।
টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এবং ক্রীড়াঙ্গনের বিকাশে সারাদেশে নানামুখী কর্মকান্ড বাস্তবায়ন করছেন। বগুড়া জেলা জেলায় একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছেন। বগুড়ার অনেক কৃতি খেলোয়াড় জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। সকলের সহযোগিতায় এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থার পাশাপাশি জেলা প্রশাসন সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
উদ্বোধনী খেলায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ জয় পেয়েছে।

Leave A Reply

Your email address will not be published.