ব্রেকিং নিউজ

বৃদ্ধ সময় – বনলক্ষী আলমগীর

বৃদ্ধ যাযাবর সময়ের কাঁধে ঝুলি দিয়েছিলাম।
সময়ের ঝুলি ছিদ্রময়।
সেই ছিদ্রের নাম বিস্মৃতি ।
পুরনো দিনের গল্প করতে বসে
মানুষ বলে ভুলে গেছি।
মনে পড়ছে না আর।
যতটুক সে স্মরণ করতে পারে
ওই টুকুই সত্য, বাকিটা স্মৃতিভ্রম হয়
কালের গর্ভে হারিয়ে যায় যৌবন, শৈশব,কৈশোরের মধুময় দিনগুলি।
মাঝে মাঝে সব কথা হারিয়ে যায় যেন,
যাযাবর সময়ের ছিদ্র ঝুলি দিয়ে বেরিয়ে যার রঙিন স্মৃতিগুলি।
মানুষ আসলেই ফেরেশতা রূপে জন্ম নেয়।
জ্যোতির্ময় দেহ নিয়েই জন্মায়।
ক্রমে সংসারের ধূলাবালি লেগে দেহ হয় মলিন
শরীরের ময়লা কালিমা ক্রমেই মনে সংক্রমিত হয়।
মানব জন্মের সূচনা লগ্নের
ভেতর দিয়ে তার গ্রাম,
মফস্বল শহর তার জনজীবন,
জনজীবনের সাথে তার উৎসব, পার্বণ
সব একসময় বৃদ্ধ সময়ের ঝুলিতে জমা হয়।
সময় এক বৃদ্ধ যাযাবর।
মানুষের সাথে সাথে সময় ও বৃদ্ধ হয়।
মনে হয় আবার জীবনে প্রথম থেকে শুরু করি
পেরিয়ে আসা ঐ সকলেই
জীবনের সব মধু সব তেতো
মুখে তুলে নিতাম।
বৃদ্ধ সময়ে ইচ্ছে করে
আবিল অন্ধকার ঠেলে
আমরা এক শুদ্ধ, এক নির্মল সময়ের
আলোয় প্রবেশ করি,
সময়ের অশিতীপর এক প্রেমিক বৃদ্ধ আমাকে নিয়ে যেতে চায়
অন্য এক না ফেরার জীবনে ।
হায়রে জীবন!

Leave A Reply

Your email address will not be published.