ব্রেকিং নিউজ

বগুড়ায় বঙ্গবন্ধু ধান-১০০ এর প্রদর্শনীর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ: বগুড়ার শাজাহানপুরে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে স্থাপিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে বঙ্গবন্ধু ধান-১০০ এর আওতায় বোরো ধান প্রদর্শনীর নমুনা ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শাজাহানপুরের খোট্টাপাড়া গ্রামে শাজাহানপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ তাজুল ইসলাম পাটোয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ, কৃষিবিদ ড. এইচ এম মনিরুজ্জামান, শাজাহানপুর উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন, কৃষিবিদ মোস্তাফিজার রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ধান-১০০ এটি উচ্চফলনশীল জিঙ্ক সমৃদ্ধ জাত। ভাত খেতে সুস্বাদু। রোগ ও পোকামাকড়ের আক্রমন কম। খোরপোষের কৃষিকে বানিজ্যিক, লাভজনক কৃষিতে রুপান্তর করতে হবে। কৃষিতে নতুন নতুন প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে উচ্চমূলের ফসল আবাদ ও বাজার সংযোগ সৃষ্টির প্রতি নজর দিতে হবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধ ধান-১০০ চাষ করে সফলতার গল্প তুলে ধরেন প্রদর্শনীভুক্ত কৃষক মো. মশিউর রহমান। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কৃষি উদ্যোক্তা, প্রদর্শনীভুক্ত ২০০ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
এর আগে উচ্চ ফলনশীল জাতের বঙ্গবন্ধু ধান-১০০ এর নমুনা কর্তন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.