ব্রেকিং নিউজ

শেরপুর তিন আসনে শেষ দিনে মনোনয়ন জমা দিলেন নৌকার প্রাথী সহ আরো তিনজন

গোলাম রব্বানী—টিটু:(শেরপুর)প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবদীর্ উপজেলা নিয়ে শেরপুর তিন আসনে নৌকার প্রার্থী সহ আরো তিনজন আজ বৃহস্পতিবার শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন । দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী নতুন মুখ এ,ডি,এম শহিদুল ইসলাম এক বিশাল মটরসাইকেল সোডাউন ও দলীয় নেতাকমীর্দের নিয়ে ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে উপস্থিত হয়ে মনোনয়ন জমাদেন । পরক্ষনে সতন্ত্র প্রার্থী হিসাবে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, কৃষক শ্রমিক জনতালীগের সুন্দর আলী মনোননয়ন পত্র দাখিল করেছেন । অপর দিকে শ্রীর্বদী উপজেলায় মরহুম সাবেক এমপির ছেলে মূহশিনূল হক বারী সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন । জেলায় মিজানূর রহমান রাজা ও এইচ এম ইকবাল হোসাইন মনোনয়ন জমা দেওয়ার কথা শোনা যাচ্ছে । এ ব্যাপারে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া জানান তিনজনের মনোনয়ন জমা পেয়েছি জানিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্যে প্রার্থী ও ভোটারের সহযোগিতা চেয়েছেন । নৌকা মনোনয়ন প্রাপ্ত এডিএম শহিদুল ইসলাম বলেন সতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ করলে ভালো । প্রতি হিংসা নয় প্রতিযোগিতা করে নির্বাচন করতে চাই আওয়ামীলীগ একটা বিশাল দল প্রতিযোগিতা থাকবেই বলে জানান । সতন্ত্র প্রার্থী এস এম ওয়ারেজ নাইম বলেন ঝিনা্গাতী মানুষ ৫২ বছরে এমপির স্বাদ পায়নি তাই আমি নির্বাচনে অংশ গ্রহণ করছি ঝিনাইগাতী মাটির স্বার্থে ।
সংযুক্ত
বার্তা প্রেরক : গোলাম রব্বানী—টিটু
শেরপুর প্রতিনিধি
০১৭১৭—২৫৮৩০১
৩০/১১/২৩ ইং

Leave A Reply

Your email address will not be published.