শেরপুর তিন আসনের টানা তিনবারের এমপি দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত
(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীর্বদী উপজেলা নিয়ে গঠিত শেরপুর তিন আসনের আওয়ামীলীগের দলীয় টিকেটে টানা তিনবারের এমপি আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক এবার দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন । তার আপন ভাই ১৯৯৩ সালে বিএনপির এমপি ডা: সেরাজুল হক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করলে এই আসন থেকে বিএনপির টিকেট চেয়ে বঞ্চিত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিতে মরিয়া হয়ে রাজনীতির মাঠে কাজ শুরু করেন । ২০০৮ সালে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়ে কপাল খুলে যায় এ,কে,এম ফজলুল হকের । টানা তিনবারের এমপির দায়িত্ব পালন করে দুই উপজেলায় দলের মধ্যে ব্যাপক গ্রুপিং সৃষ্ঠি করে তার পক্ষে এক বলয় তৈরী করেন । জননেত্রী শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তার ধারাবাহিকতায় ঝিনাইগাতীতে উন্নয়ন হয়েছে । তার দ্বারায় উল্লেখযোগ্য কোন উন্নয়ন চোখে পড়ার মতো নয় । তার বলয়ের লোকজনকে কাছে নিয়ে দলকে বিতর্কিত করে তুলেছেন । আওয়ামীলীগের মূল দলকে পাছ কাটিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্য করেছেন । ১৫ বছরে দায়িত্ব পালন করে ডিও লেটারের বাণিজ্য করেছেন বলে জনসে্্রাত রয়েছে । শেষ সময়ে এসেও সাংবাদিকদের ডিও লেটার দেওয়ার ফলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করে । কলেজ সরকারী করণে সকল প্রতিষ্ঠানে ডিও প্রদান করে আলোচনায় আসে । এমন কি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে তার লোক রাখার জন্যে এবং কি সামান্য ব্যাপারেও ডিও প্রদান করেছেন । বিভিন্ন বরাদ্বও বৈষম্য করে কাছের লোককে পাইয়ে দিয়েছেন । ১৫ বছরে আমজনতা ও দলীয় নেতাকমীর্রা তার নিকট ভিড়তে পারেনি । তিনি অংগসংগঠনের ২/৩টি দলের সভাপতি/ সাধারণ সম্পাদকের সূযোগ সূবিধা দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন । তার নিকট দেখা করতে গেলে নিকটত্ব লোক ধরে ধর্ণা দিয়ে দিনের পর দিন অপেক্ষা করে দেখা করতে হতো । তিনি এলাকায় আসলে কাছের লোক ব্যাতীত কারও সাথে কথা বলতো না । বয়সের ভারে কারও সালামও নিত না । মাঠ পর্যায়ের জরিপে গোয়েন্ধাদের ও সাংবাদিকদের রিপোর্টে এবার তার পক্ষে না যাওয়ার ফলে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন । শেরপুর তিন আসনে মনোনয়ন পরির্বতন হওয়ার ফলে আওয়ামীলীগের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করেছেন । দ্বাদশ সংসদ নির্বাচনে নতুন দলীয় মনোনয়ন প্রাপ্ত এডিএম শহিদুল ইসলামের নিকট দলীয় নিতাকমীর্রা দলের কতিপয় দালাল বাটপার ও হাইব্রিড থেকে দূরে থেকে নির্বাচন পরিচালনা করার আহবান রেখে নৌকার বিজয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন।