ব্রেকিং নিউজ

বাকেরগঞ্জে আ.লীগ মনোনীত হাফিজ ও জাসদ মনোনীত মহসিনের মনোনয়ন দাখিল

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি/ বাকেরগঞ্জ-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতিকের মোহাম্মদ মোহসিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার বেলা ১ টায় সহকারী রিটানিং কর্মকর্তা বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক। এসময় তার সাথে কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ডক্টর মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল, ফরিদপুর ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান এস এম জুলফিকার হায়দার, সাবেক ছাত্রনেতা ইমাম হোসেন সিকদারসহ আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বুধবার বেলা ১২ টায় বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাসদ মনোনীত মোহাম্মদ মোহসীন। এসময় তার সাথে উপজেলা জাসদ সভাপতি এনায়েত হোসেন খান সানাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে মেজর হাফিজ মল্লিক জানান, তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে তাকে ডামী প্রার্থী উল্লেখ করে তিনি বলেন, দলের সকলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।

জাসদ মনোনীত মোহাম্মদ মোহসীন বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় এলাকার উন্নয়নে তিনি বেশ কিছু রাস্তা-ঘাট-কালভার্ট নির্মাণ কাজ করেছেন। নদী পারাপারে ফেরির ব্যবস্থা করেছেন। এলাকার জনগন চাইলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

Leave A Reply

Your email address will not be published.