ব্রেকিং নিউজ

ডুমুরিয়ায় রাস উৎসব ও গঙ্গাপূজা উদযাপন

সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় জিয়ালতলা মহামায়া আশ্রমসহ আশপাশ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র রাস উৎসব ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মহামায়া আশ্রমের পাশে প্রবাহমান খরস্রোতা ঘেংরাইল নদীতে ভরা জোয়ারে হাজার হাজার পূণ্যার্থী গঙ্গা স্নানে নেমে তাদের পূণ্যের আরাধনা করেন। এ সময় নদীর তীরে বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্তদের আগমনে আশ্রমঞ্চল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পূজা অর্চনা শেষে আশ্রমের সামনে এক ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশ্রমাধ্যক্ষ্য নারায়ণ চন্দ্র গোসামী। আলোচক ছিলেন ডাঃ এসকে দাশ মিলন,কবি ও ছড়াকার শেখ আমজাদ হোসেন দাদাভাই,যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ, শিক্ষক অরুন কুমার মন্ডল প্রমুখ। অপরদিকে উপজেলার মাগুরখালীর জেএইচবি যুব সংঘের আয়োজনে পবিত্র গঙ্গাস্নান উদযাপন উপলক্ষে চারদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক, ডোঙ্গা বাইচ, পদাবলী কীর্তন ও যাত্রাপালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ইউপি সদস্য মনোজ সরকার। এছাড়া উপজেলার ঘোনা বান্দা, ভদ্রদিয়া, চহেড়া, শোলগাতিয়া, কুলবাড়িয়া, মাদারতলা, বারুইকাটি, কাঠালিয়া, শিবনগর, খোরেরাবাদ, সাড়াভিটা সহ বিভিন্ন অঞ্চলে এ রাস উৎসব উদযাপিত হয়েছে।

ডুমুরিয়ায় যুবদের ৬দিনের প্রশিক্ষন সম্পন্ন
সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কর্ম সংস্থান সৃজনের লক্ষে গাভী পালনে যুবদের এক প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চিংড়া গোলদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়দিন ব্যাপি প্রশিক্ষনে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান ও সহকারী মোঃ জাকির হোসেন। প্রশিক্ষনে ৩০ জন যুব অংশ গ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.