ব্রেকিং নিউজ

জুড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে ফেইসবুক পেইজ লাইভে মিথ্যা অপপ্রচার।

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে জালালুর রহমান সিনিয়র এক সাংবাদিকের বিরুদ্ধে বাংলা টাইমস নামক ফেইসবুক পেইজের লাইভে গত (১৪/নভেম্বর) একটি মিথ্যে সংবাদ সম্প্রচার করেছে। তাতে ওই সাংবাদিকদের মান সম্মানের ক্ষুন্ন হয়েছে। জানা গেছে, গত (১২/ নভেম্বর) রোববার দৈনিক খবরপত্র, ডেইলি সিটিজেন টাইমস, দৈনিক গণমুক্তিসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ‘জুড়ীতে প্রাক প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়ম শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউপির দক্ষিণ জালালপুর জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক ছামাদুল ইসলামের দৃষ্টি গোচর হয়। তাতে সে ক্ষিপ্ত হয়। বাংলা টাইমস ফেইসবুক পেইজের লাইভে সোয়াইবুর রহমানের মাধ্যমে। সাংবাদিক জালালুর রহমানের বিরুদ্ধে মিথ্যে সংবাদ সম্প্রচার করে। তাতে ওই সাংবাদিকের মান সম্মান ক্ষুন্ন হয়। ওই লাইভে শিক্ষক ছামাদুল ইসলাম বলে সাংবাদিকরা দালালি করে। যাঁরাই নিউজ করেছে এরা দুষ্কৃতকারী দালাল। এ ব্যাপারে জানতে চাইলে, সাংবাদিক জালালুর রহমান বলেন উক্ত প্রাক প্রাথমিক কেন্দ্রের শিক্ষক ছামাদুল ইসলাম তার নানা অনিয়ম ও দুষ ধামাচাপা দেওয়ার জন্য লাইভে সোয়াইবুর রহমান কে দিয়ে, আমার বিরুদ্ধে মিথ্যে সংবাদ সম্প্রচার করিয়েছে। তা মিথ্যে, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও উন্নয়ন মূলক কাজে এলাকায় আমার যথেষ্ট সুনাম রয়েছে। এ কাজে ঈর্ষাম্বিত হয়ে একটি চক্র আমার বিরুদ্ধে ওঠে পড়ে লেগেছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উপজেলা কেয়ার টেকার বলেন, উক্ত ছামাদুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অনেক অভিযোগ পেয়েছি। সে এখন কালো তালিকায় আছে। তার ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতনকে অবহিত করিয়েছি। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার উপ পরিচালক মোঃ আনোয়ারুল কাদির বলেন অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কেন্দ্র বাতিল করা হবে। এ ব্যাপারে (২০/ নভেম্বর/২০২৩) ইং সোমবার জুড়ী থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি নং- ৮৯১ করা হয়েছে। জুড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.