ব্রেকিং নিউজ

গাইবান্ধায় ১ হাজার ৬৯২ বোতল মদ জব্দ

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
গাইবান্ধা সদর উপজেলায় বিক্রির সময় ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খামার কামারজানি এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় পালিয়েছে দুই মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত আটটার দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পালিয়ে যাওয়া মাদক কারবারি ব্যক্তিরা হলেন- উপজেলার কামারজানি ইউনিয়নের খামার কামারজানি গ্রামের হযরত আলীর জাহিদুল ইসলাম (৩৬) ও মকবুল হোসেনের ছেলে ফারুক মিয়া (৩৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কামারজানি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদের বোতল জব্দ করা হয়। এরই মধ্যে মাদক কারবারি জাহিদুল ইসলাম ও ফারুক মিয়া পালিয়ে গেছে।

ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, জব্দ করা মাদকের দাম প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.