ব্রেকিং নিউজ

আবাদী ভুমির ক্ষতিসাধন রোধে প্রশাসনের অবস্থান সুদৃঢ়

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
চারঘাট উপজেলায় অবৈধ পুকুর খননের মাধ্যমে ফসল ও আবাদী ভুমি ক্ষতিসাধন রোধে প্রশাসনের অবস্থান সুদৃঢ়। ভবিষ্যতে যারা সরকারী নিয়মনীতির তোয়াক্কা করে না, সে সকল কর্মকান্ড প্রশাসন বরদাস্ত করবে না বলে জানান, সহকারী কমিশনার (ভুমি) মানজুরা মোসাররফ।

রাজশাহীর চারঘাট উপজেলার আইন শৃঙ্খলা এবং জনগনের সার্বিক সেবা প্রদানে সর্বদা প্রস্তুত উপজেলা প্রশাসন। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে উপাজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি)। অভিযানের এক পর্যায়ে উপজেলার পাচঁবাড়িয়া নামক এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধ করেন। ওই সময় এক দল অসাধু ব্যবসায়ী কৃষি দপ্তরের কোন নিয়মনীতি এবং প্রশাসনের আইন অমান্য করে পুকুর খনন করছিল।

ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে তাদের অবৈধ পুকুর খননের জন্য ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে কঠর হুসিয়ারী দিয়ে সর্তক করে দেন বলে পত্রিকার প্রতিনিধিকে জানান সহকারী কমিশনার (ভুমি)।

Leave A Reply

Your email address will not be published.