ব্রেকিং নিউজ

রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

‘‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’’ ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে এ বছর দিবসটির প্রতিপাদ্য শ্লোগান দিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার এর সভাপতিত্বে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। বক্তাগণ বলেন, ইন্টারনেটের ফলে তথ্য পাওয়া অনেক সহজ হয়েছে। মানুষের হয়রানি বহুলাংশে কমে এসেছে। এ সময় তাঁরা তথ্য প্রাপ্তির সময় কমিয়ে আনার পরামর্শ দেন। উল্লেখ্য যে, ২৮ সেপ্টেম্বর বিশ^জুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত হয়। এ বছর ওই দিন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবির ছুটি থাকায় বাংলাদেশে ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উদ্যাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

অপরদিকে জেলার ৯টি উপজেলায় একইভাবে দিনটি উদযাপন হয়েছে। চারঘাট উপজেলা ইউএনও সোহরাব হোসেন এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.