ব্রেকিং নিউজ

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি প্রাণিসম্পদ ও মৎস্য খাতে কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ

গোলাম রব্বানী—টিটু:(শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার সকালে উপজেলার হল রুমে কৃষি প্রাণিসম্পদ ও মৎস্য খাতে কারিগরি উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ ব্যাংকের নির্দেশ মোতাবেক ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি(ইউসিবিএল) শেরপুর শাখার উদ্যোগে ভরসার নতুন জানালা প্রকল্প ২০২৩ এর অধিনে দিন ব্যাপী এ প্রশিক্ষণ চলে । শেরপুর শাখার ব্যবস্থাপক জনাব পার্থ সারথী ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারুক আল মাসুদ । অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:এ,টি,এম ফয়জুর রাজ্জাক আকন্দ ও উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী প্রমুখ । প্রকল্পে উদ্যোক্তাদের জন্য ইউসিবির পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সূবিধা প্রদান করা হবে । ১৫ দিন অন্তর ফ্রি চিকিৎসা ক্যাম্প, খামারি বা চাষিদের ঘরে গবাদি পশুর টিকা কর্মসূচি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের জন্যে টেকনিক্যাল স্কিল ট্রেনিং, ফসলি চাষের জন্যে পরীক্ষামূলক উন্নত জাতের বিজ ধান/সরিষা প্রদান সহ প্রত্যেককে ২০ কেজি করে জৈব সার প্রদান করা হয় । ৬০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে যন্তপাতি সরবরাহের জন্যে প্রতিজনকে ১৫ হাজার করে মোট ৯ লাখ টাকা বিতরণ করা হবে । ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি(ইউসিবিএল) শেরপুর দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৬০ জন প্রশিক্ষণার্থী সহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন ।

Leave A Reply

Your email address will not be published.