ব্রেকিং নিউজ

শেরপুরের ঝিনাইগাতীতে সঠিক পরিকল্পনার অভাবে যানজট লেগেই থাকে

গোলাম রব্বানী—টিটু:(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদরের প্রাণ কেন্দ্রে সঠিক পরিকল্পনার অভাবে যানজট লেগেই থাকে । ঝিনাইগাতী উপজেলা একটি ব্যস্ততম ও ব্যবসায়িক শহর হিসাবে এখনও পিছিয়ে রয়েছে । বিশেষ করে সপ্তাহে দুইদিন রোববার ও বুধবার হাঁট থাকার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়ে থাকে । ফলে জন সাধারণের চলাফেরা ও রোগী আনয়নে ব্যাপক কস্ট শিকার হতে হয় পথ যাত্রীদের । যানজটের কবলে এ্যাম্বুলেন্স গাড়িও আটকে যায় । রাস্তার দু পার্শে অটো,সিএনজি,গ্যাসের অটো, রিকশা, বাস ট্রাক এলোপাথাড়ি ভাবে রাখার দরুন যানজট সৃষ্ঠি হয়ে থাকে । যততত্র ভাবে এ সমস্ত যানবাহন থেকে টু— পাইস নেয়া হয় বলে একটি সুত্র নিশ্চিত করেছেন । উপজেলা প্রশাসন থেকে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও তা ভেস্তে যেতে বসেছে । উপজেলার সোনালী ব্যাংক থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তার দু পার্শে যানবাহন ও মালামাল না রেখে এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হলে যানজট থেকে মুক্তি পাবে উপজেলাবাসী । ভূক্তভোগী ও সাধারণ মানুষ যানজট নিরসনের জন্যে সঠিক পরিকল্পনা গ্রহণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ।

Leave A Reply

Your email address will not be published.