ব্রেকিং নিউজ

খুলনা/সাতক্ষীরা মহাসড়কে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে যন্ত্রদানবেরা

খুলনা প্রতিনিধি
খুলনা /সাতক্ষীরা মহাসড়কে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে বিদ্যুৎ চার্জিং ব্যাটারি চালিত ভ্যান, ইজিবাইক,, অটোরিক্সা যানবহন। যেন কোন ভাবেই এদের লাগাম টেনে ধরা যাচ্ছেনা। সড়কে লাইসেন্স বিহীন অদক্ষ আর কিশোরদের হাতে এসব তিন চাকার যানবহন থাকায় ট্রাফিক নীতি মালা উপেক্ষা করে চলছে যত্রতত্র। যাত্রী নিতে এসব যানবহনের পার্কিংয়ের ফলে তৈরি হচ্ছে যানজট হরহামেশা প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
তথ্য মতে শুধু ডুমুরিয়ায় প্রায় ৫০০ শ’র বেশি এসব অবৈধ তিন চাকার যানবাহন আছে সড়কে চাহিদার তুলনা বেশি যানবাহন থাকায় তৈরি হচ্ছে যানজট ঘটছে দূর্ঘটনা। সরেজমিনে দেখা যায়, গতকাল সকাল নয়টায় খুলনা/ সাতক্ষীরা মহাসড়ক ডুমুরিয়ায় সদর সড়ক সহ বিভিন্ন অফিস আদালতের এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যানজট সহ ছোট বড় দুর্ঘটনা ঘটছে মনে হয় দেখার কেউ নেই। একজন পথচারীকে রং সাইড থেকে বেপোরায় গতিতে ভ্যান এসে সরাসরি আঘাত করে। এত করে পথচারী সড়কে মারাত্মক আহত হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এসে দ্রুত তাকে উদ্ধার করে। দূর্ঘটনায় আহত ভুক্তভোগী রফিকুল বলেন, আমি ফাঁকা সড়ক পেয়ে রাস্তা ক্রস করবো ভাবছি একটি ভ্যান এসে সরাসরি আমাকে ধাক্কা দেয়। আমি তাৎক্ষনিক দুরে ছিটকে পড়ে যাই আমার হাত ও বুকের বাম পাশেও মাথায় মারাাত্মক আঘাত পাই। তবে চালক তার অন্যায় স্বীকার করেছে আমার কাছে ক্ষমা চেয়েছে কিন্তু ওই চালক অপ্রাপ্তবয়স্ক । এভাবে যদি ভুল হতে থাকে তাহলে তো সড়কে সাধারণ মানুষের প্রাণ ঝরবেই। খালি হবে কোন না কোন মায়ের বুক। এজন্য ট্রাফিক ব্যবস্থা আরও জোড়দার করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের আরও কঠোর হতে হবে। এ বিষয়ে নিরাপদ সড়ক চাই এর ডুমুুরিয়া শাখার নেতা আরিফুজ্জামান নয়নের সাথে তিনি বলেন, সড়ক গুলোতে সব থেকে বেশি বেপোরয়া গতিতে দাপিয়ে বেড়ায় এসব তিনচাকা চালিত অবৈধ যানবহন। আমরা আমাদের সংগঠণ থেকে বেশ কয়েকবার এসব যানবাহনের গতি নিয়ন্ত্রণে জন্য পদক্ষেপ নিয়েছি। পাশপাশি সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগককে অবগত করেছি। তবে এদের ইউনিয়ন খুব শক্তিশালী থাকায় এদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে সচেতনতার মাধ্যমে ও প্রশিক্ষণের মাধ্যমে এসব যানবাহন গুলোর নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য আমরা কিছু কাজ হাতে নিয়েছি আশা করি দ্রুত এর কার্যক্রম শুরু করব। এ বিষয়ে খর্নিয়া হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন, আমরা সব সময়ে কঠোর অবস্থানে আছি । তাছাড়া কিছু চালকেরা আইন মানছেনা বলে অভিযোগ আছে। আমরা বিষয়টি দেখছি ট্রাফিক আইন না মানলে আইনগত ব্যবস্থা নিব।

Leave A Reply

Your email address will not be published.