ব্রেকিং নিউজ

কলসকাঠীতে ধানের কুড়ায় তৈরি হচ্ছে হলুদ মরিচের গুঁড়া ।

বাকেরগঞ্জ প্রতিনিধি বরিশাল

বাকেরগঞ্জ উপজেলার কলস কাঠি বাজারের বিএম একাডেমী সংলগ্ন শেখর কুন্ডের মালিকানা প্রতিষ্ঠান কুন্ডু অ্যান্ড বাণিজ্য ভান্ডারে দীর্ঘদিন ধরেই ভেজাল হলুদ মরিচের গুড়া তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে এই ভেজাল ব্যবসা করে শেখর কুন্ডু ফুলে ফেঁপে উঠেছেন । সোমবার ১১ ই সেপ্টেম্বর দুপুরের পর শেখর কুন্ডুর হলুদ মরিচের
সাথে, ধানের কুঁড়ায় কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় ভেজাল হলুদ, মরিচ, গুঁড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের ক্ষোপের সৃষ্টি হয়,তারা শেখর কুন্ডুকে গ্রেফতার করে বিচারের দাবি জানায় । অনৈতিক লাভের জন্য খাদ্যে ভেজাল মিশিয়ে থাকে,ভেজাল মসলার গুঁড়া পাকস্থলী বা অন্ত্রের ক্ষতি করে এই ভেজাল. খাবার খেয়ে নানান রোগ হয়, এমন কী মৃত্যু পর্যন্ত হতে পারে।
কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার বলেন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন

Leave A Reply

Your email address will not be published.