আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ-
আজ রোববার ভোর সকালে সরিষাবাড়ী-ময়মনসিংহ সড়কের সানাকৈর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সকলেই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহাব্বত কবীর জানান, শনিবার রাত ১২টার দিকে মাদারগঞ্জ থেকে মাদারগঞ্জ স্পেশাল বাস অন্ততপক্ষে ৫০/৬০ যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সরিষাবাড়ী উপজেলার সানাকৈর বাজারে এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের এক গাছের সাথে ধাক্কা লাগে। এতে অনন্তত ২০ জন যাত্রী আহত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় । পরে আহতদের মধ্যে আশঙ্কাজনক পাঁচ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। দুজনকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন#
সম্পাদক ও প্রকাশক: মোঃ হেলাল উদ্দিন © সর্বস্বত্ত সংরক্ষিত
Copyright © 2023 স্বাধীন বাংলা নিউজ | তথ্য মন্ত্রনালয় নিবন্ধন নং-১৭৯