শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘দি হ্যাল্পিং উইং’
মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবাবের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের ঈদ উপহার তুলে দিল শ্রীমঙ্গলের একঝাঁক নিবেদিত তরুণদের স্বপ্নের সংগঠন ‘দি হ্যাল্পিং উইং’।
ঈদের দিন নতুন কাপড় পড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মন আনন্দ মেতে উঠবে। বরাবরের ন্যায় এবারও দি হ্যাল্পিং উইং এক ঝাঁক তরুন চেষ্টা করেছে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে।
দি হ্যাল্পিং উইং এর লিডার ফারহান হোসেন চৌধুরী তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলে, আমরা কিছু মুখে হাসি ফুটাতে চেয়েছি। এসব সম্ভব হচ্ছে সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার ফলে । দি হ্যাল্পিং উইং এর আমাদের স্বপ্নযাত্রায় আপনাদের সবার সম্মিলিত সহযোগিতা কাম্য।
এ সময় উপস্থিত ছিলেন ফারহান হোসেন চৌধুরী, সিদ্দিকুল ইসলাম তাহনিম, রকিব মিয়া, অর্নব দেব, তাসনিম চৌধুরী, বিজয় চৌধুরী, রাকান মোহাম্মদ প্রমূখ।