ব্রেকিং নিউজ

সাংবাদিক নাদিম হত্যাকান্ডে গ্রেফতারকৃতদের ফাঁসির দাবীতে গাইবান্ধায় রাস্তা অবরোধ ও প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডে গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবীতে গাইবান্ধায় রাস্তা অবরোধ ও প্রতিবাদ কর্মসুচী পালন করা হয়েছে।

রোববার (১৮ জুন) দুপুরে প্রেসক্লাব গাইবান্ধার উদ্যোগে জেলা শহরের ডিবি রোডের নাট্য সংস্থার সামনে এ কর্মসুচী পালন করা হয়।

প্রতিবাদ কর্মসুচীতে প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা গণমাধ্যমের জন্য হুমকি। অচিরেই সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সারাদেশে সাংবাদিকদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এছাড়াও কর্মসূচীতে গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক রিপন আকন্দ ও রবিন সেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রেসক্লাব গাইবান্ধা নেতৃবৃন্দের সাথে সদর থানা পুলিশের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানানো হয়।

উল্লেখ্য; গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.