ব্রেকিং নিউজ

জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালিত

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ-

‘আমার রক্তে বাঁচলে প্রাণ, করবো না কেনো রক্তদান’ এই স্লোগান সামনে রেখে ১৪ জুন জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালন করা হয়। ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’ সংগঠনের ব্যনারে সকাল সাড়ে ১১টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহর পদক্ষিণ শেষে জামাপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় রক্তদানে জামালপুর সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাঃ আছাদ নূর, জামালপুর জেনারেলা হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডাঃ তরিকুল ইসলাম রনি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) শামিম ইফতেখার, স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ। রক্তদাতা দিবসের এবারের প্রতিপাদ্য— ‘রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন, জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ।’

সমাবেশে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন মুমূর্ষু রোগী ছাড়া রক্তের প্রয়োজনীয়তা অন্যকেউ উপলব্ধি করতে পারে না। এক ব্যগ রক্ত বাঁচাতে পারে রোগীর প্রাণ। সক্ষম প্রতিটি ব্যক্তিই রক্তদান করতে পারে। রক্তদানের কোন খারাপ দিক নাই। সুস্থ এবং দীর্ঘজীবন বেঁচে থাকার অন্যতম উপায় হলো নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়মিত রক্তদান করা করা।

Leave A Reply

Your email address will not be published.