ব্রেকিং নিউজ

রাজধানীতে তীব্র গরমে স্বস্তি হয়ে দেখা দিয়েছে বৃষ্টি।

রাজধানীতে তীব্র গরমে স্বস্তি হয়ে দেখা দিয়েছে বৃষ্টি। দুইদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজধানীতে গরমের উত্তাপ অনেকটা কমে যাওয়ায় জনমনে ফিরেছে স্বস্তি।

শুক্রবার (৯ জুন) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢেকে ছিল। বেলা ১১টার পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মাঝে মাঝে বজ্রপাতও হচ্ছে।

এতে টানা কয়েক দিনের গরম থেকে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন রাজধানীবাসী। এছাড়া ছাতা ছাড়া বের হয়ে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়েন অনেকেই। খেটে খাওয়া মানুষও পড়েছেন কিছুটা বিপাকে। তবে অসহ্য গরম থেকে স্বস্তি মেলায় তাদের চোখেমুখে ছিল প্রশান্তির ছায়া।

এদিকে দেশের সব বিভাগেই আগামী ২৪ ঘণ্টা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যদিও এ সময় দেশের কয়েকটি জেলায় বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

Leave A Reply

Your email address will not be published.