ব্রেকিং নিউজ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ইউএনওর দৃষ্টান্ত সিদ্বান্ত গ্রহণ

গোলাম রব্বানী—টিটু:(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ইউএনও ফারুক আল মাসুদ শেরপুর জেলা প্রসাশক সাহেলা আক্তারের নির্দেশে দৃষ্টান্ত সিদ্বান্ত গ্রহণ করে একটি কাজ স্থাপন করছেন । স্বাধীনতার পর ঝিনাইগাতী উপজেলার সদরের বাজারটি ফুটবল খেলার মাঠের মতো একটি সৌন্দর্য মন্ডিত দৃশ্য ছিল । কালের পরিবর্তে এই বাজারটিতে সরকারি চালা সহ জয়াগাগুলো ব্যাক্তি মালিকানায় দখলে চলে যায় । যার ফলে জনসাধারণের চলাফেরা ও একটি বাইসাইকেল নিয়েও বাজারে ক্রেতাদের প্রবেশ করা দুস্কর হয়ে পড়ে । উপজেলা আইন শৃঙ্খলা সভার আলোচনা ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই বাজারটির যে অবস্থা বিরাজ করছে কোন রকম অগ্নিকান্ড বা প্রাকৃতিক দূর্যোগ কোন ঘটনা ঘটলে জান ও মালের ব্যাপক ক্ষতি সাধিত হবে । সেই চিন্তা থেকে এবং জনস্বার্থে মধ্য বাজারের ভিতর দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ দৃষ্টান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাক্তি মালিকানায় জবর দখলে থাকা সরকারী জায়গা ৩/৪ ফিট করে জায়গা উদ্বার করে ফায়ার সার্ভিসের গাড়ি অনায়াসে যাতায়াত ও জনসাধারণের চলাফেরা করার সূবিধা করে এক প্রশস্ত গলি বাহীর করার কাজ বাস্তবায়ন করছেন । এলাকাবাসী ও ব্যবসায়ীরা এ সিদ্বান্তকে স্বাগত জানিয়ে গলির রাস্তা বাহির করার জন্যে সহযোগিতা করছেন । ইউএনওর সাথে কাজের সহযোগিতা করছেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর । ইউএনও ফারুক আল মাসুদ কাজটি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ ও ইউপি সদস্য জাহিদুল হক মনির সহ স্থানীয় গণমাধ্যমকমীর্রা

Leave A Reply

Your email address will not be published.