ব্রেকিং নিউজ

গোবিন্দগঞ্জে নদীর পানিতে ডুবে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্র জুননুন(১০)এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবারুদল। উদ্ধার হওয়া স্কুল ছাত্র জুননুন কাটাবাড়ী ইউনিয়নের বাগদা মিশন রোডের জহুরুল ইসলাম ব্যাপারীর ছেলে।
এলাকাবাসী ও প্রতক্ষদর্শীরা জানায়, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া করতোয়া নদীতে ২রা জুন শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তীব্র দাহ থেকে প্রশান্তি পেতে স্কুল ছাত্র জুননুন সহ ৪সহপাঠী নদীতে গোসল করতে করতে নামলে বালু দস্যূদের নদীর সৃষ্ট গর্তের চোরাবালিতে ডুবে জুননুন নিখোঁজ হয়। এর তার সহপাঠীরা হৈচিল্লা করলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন।
গোবিন্দগঞ্জ ফায়ারসার্ভিস ষ্টেশন থেকে কেউ না আসায় এলাকার লোকজন ঘোড়াঘাট ফায়ারসার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের টিম রানীগঞ্জে একটি অগ্নিকান্ড নিয়ন্ত্রন শেষে দুপুর ১টা ৩৫ মিনিটে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার এমদাদুল হকের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এবং রংপুরের ডুবারুদলকে খবর দেয়। এ খবর পেয়ে রংপুর থেকে ফায়ারসার্ভিসের টিম লিডার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম বিকাল ৩টা ১৫ মিনিটে এসে এক ডুবেই স্কুল ছাত্র জুননুন এর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী ও কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জোবায়ের হাসান গোলাপ।
তবে এ ঘটনায় গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে বার বার খবর দেয়ার পরও না এসে ঘোড়াঘাট স্টেশন থেকে কাছে হবে বলে এভাবে দায় এড়িয়ে যাওয়ায় গোবিন্দগঞ্জ স্টেশনের কর্তব্যরত স্টেশন অফিসারের কর্তব্য অবহেলার অভিযোগ তুলেন এলাকাবাসী।
বিষয়টি অত্যন্ত দায়িত্বের সঙ্গে গুরুত্ব দেওয়া উচিত ছিল বলেও অনেকের দাবি।

Leave A Reply

Your email address will not be published.