ব্রেকিং নিউজ

মধুপুরের আমুয়াটা গ্রামের ১ কি. মি. রাস্তা পাকাঁকরণ কাজের উদ্বোধন

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আমুয়াটা গ্রামের ১ কি. মি. রাস্তা পাঁকাকরণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) আমুয়াটা গ্রামের রাস্তা পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছরোয়ার আলম খান আবু। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিবরন প্রদান সহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে জননেত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক এমপি এর হাতকে শক্তিশালী করার আহবান জানান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক, সাবেক চেয়ারম্যান আবুসাইদ তালুকদার দুলাল, কোরবান আলী বি,এস,সি, কুড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, আলোকদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শিক্ষক মো. দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুস সাত্তার সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গ্রামবাসীর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ঘাটাইল শাখার ব্যাবস্হাপক বাবুল হোসেন উপস্হিত থেকে শুভেচ্ছা বক্তব্যে গ্রামের রাস্তাটি পাঁকা করে
এলাকাবাসীকে চরম দূর্ভোগের হাত থেকে রক্ষা করা এবং আগামী দিনের স্মার্ট বাংলাদেশের অংশ
হিসেবে গ্রামকে সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে প্রায় দুই শতাধিক গ্রামবাসীর উপস্হিতিতে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমুয়াটা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মো. ইসমাইল হোসেন।

Leave A Reply

Your email address will not be published.