মধুপুরে গৃহহীন পরিবারের জন্য গৃহ হস্তান্তর ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এবং থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ১০ এপ্রিল) সকাল ১১ টায় ভার্চূয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ পুলিশের মানবিক এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনূষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি বেনজির আহমেদ প্রমূখ। উদ্বোধনী কার্যক্রমে থানায় স্হাপিত প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক রুমে ভার্চুয়ালি যুক্ত হয় মধুপুর থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক মধুপুর থানা অফিসার ইনচার্জ মাজহারুল আমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
আঃ হামিদ
মধুপুর প্রতিনিধি
০১৭১৮১৮৭৫০৮
তাং১০-৪-২০২২