টাঙ্গাইলের মধুপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা যুবলীগ সারা দেশের ন্যায় ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। বৃহস্পতিবার সন্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোভাযাত্রা, আলোচনা সভা ও কেট কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
যুবলীগ নেতা খন্দকার রাজীব হাসান তানিম হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রাটি বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগ নেতা নাসির উদ্দিন আহমেদ। বক্তব্য দেন যুবলীগ নেতা খন্দকার রাজীব হাসান তানিম, মো. মহিউদ্দিন মহি, আমিনুল ইসলাম বাবলু, আব্দুল মালেক, হারুন অর রশিদ, তুলা মিয়া, বেলাল আহমেদ, হুমায়ুন কবীর, আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Abdul
Abdul Hamid