ব্রেকিং নিউজ

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন নিজামুল হক

মো: নিজামুল হক – ফাইল ছবি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো: নিজামুল হককে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪’-এর সেকশন ৪(২) ও সেকশন ৫(১) অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি মো: নিজামুল হককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।

গত আগস্টে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি মমতাজ উদ্দিনের মেয়াদ শেষ হয়। নিজামুল তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

Leave A Reply

Your email address will not be published.