মধুপুরে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেফতার
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় আব্দুর রউফ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে অরণখোলা ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার (২১সেপ্টেম্বর) সকালে ওই যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে। আব্দুর রউফ জামালপুর সদর উপজেলার সালাতপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
মধুপুর থানা সূত্র জানায়, স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ু–য়া শিক্ষার্থী পচিশমাইল ও জাঙ্গালিয়ার মধ্যবর্তী এলাকার জঙ্গল বেষ্টিত সড়কে বাড়ি ফেরার সময় রউফ তার পিছু নেয়। ঘটনাস্থলে পৌঁছলে যুবকটি কিশোরীর পথরোধ করে অনৈতিক প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় যুবকটি তার মুখ চেপে ধরে জঙ্গলের ভেতরে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় মেয়েটি ডাক চিৎকার করলে ভ্যান চালক সবুজ মিয়া এগিয়ে আসে। এ সময় যুবকটি দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসী আশপাশের এলাকায় সন্ধান করে আব্দুর রউফকে আটক করে উত্তম মধ্যম দেয়। সংবাদ পেয়ে অরণখোলা ফাঁড়ির পুলিশ গিয়ে যুবকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মামলার আয়ু অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতেই বিষয়টি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) সকালে তাকে টাঙ্গাইলে আদালতে প্রেরণ করা হয়েছে।