ব্রেকিং নিউজ

ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গেটখালাসীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শোলমারী গেটখালাসী মোমিন মোল্যার (৪৮) মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ৩ টার দিকে বটিয়াঘাটা থানাধীন উত্তর শোলমারী এলাকায় এএফসি ওষুধ কোম্পানির পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রবিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২৮/১ নম্বর পোল্ডারে ওয়াপদা বাঁধে সার্ভে কাজ চলছিলো। আর অ্যালুমিনিয়ামের মিটার স্কেলটা ছিলো মোমিনের কাছে। অসাবধানতায় ওই স্টিক উঁচু করায় রাস্তার উপর দিয়ে টানা হাইভোল্টেজ বিদ্যুতের তারে স্পর্শ হয়। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় মোমিনকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোমিন মোল্যাকে মৃত বলে ঘোষণা করেন। মোমিন বাপাউবো খুলনা অফিসে আউটসোর্সিংয়ে কাজ করতো।
এ বিষয়ে পাউবোর এসও তরিকুল ইসলাম জানান, অসাবধানতার কারণে মিটার স্কেলের স্টিক বিদ্যুতের তারে স্পর্শ হওয়ায় এ ঘটনা ঘটে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাকে হাসপাতালে দেখতে এসেছে। সোমবার ময়না তদন্ত শেষে মোমিনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করবে। মোমিন মোল্যা ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামের ওমর মোল্যার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, তিন পুত্র, আত্মীয়সজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

Leave A Reply

Your email address will not be published.