ব্রেকিং নিউজ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৪

আফরোজা আক্তার মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢাকা-বান্দুরা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া নামের দুই ব্যাক্তি নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৪ জন।নিহতদের বাড়ী ঢাকা জেলার দোহার উপজেলায় বলে জানা গেছে।

শনিবার  সকাল ১০ টার দিকে  সিরাজদিখান উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর নামকস্থানে ঘটে দূর্ঘটনা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,নবাগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে সিরাজদিখান উপজেলার খারশুর এলাকায় নবাগঞ্জগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে সিএনজিতে থাকা দুইজন গুরুতর আহতসহ ৬ জন আহত হয়।আহতদেরকে  উদ্ধার করে ঘটনাস্থলের পাশে ঢাকা জেলার নবাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, দূর্ঘটনার পরে নবাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাশে থাকায় আহতদের সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.