ব্রেকিং নিউজ

কবিতা ঃ মনে পড়ে। কলমে ঃ দেবিকা রানী হালদার।

কবিতা ঃ মনে পড়ে।
কলমে ঃ দেবিকা রানী হালদার।
তারিখ ঃ ১৪.১১.২০২৪

যখন পরিশ্রম থেকে বিশ্রাম পাই
তোমায় নিয়ে ভেবে মন জুড়াই!
মনে পড়ে তখন চতুর্থ পঞ্চম শ্রেনীতে পড়ি
এক ই পাড়ায় ছিলো তোমার আমার বাড়ি,
তোমাদের বাড়ির গেটে ফুটতো মাধবী ফুল
রোজ আনতে যেতে হতো না ভুল,
কখনও তুমি পেড়ে দিতে
আদর নিতে মাথা দিতাম পেতে!
ফুল আনতে যেতাম, নাকি তোমায় দেখতে
মাথার চুলে বিলি কেটে চুলের তেল হাতে মাখতে!
তুমি তখন কলেজ পড়ুয়া ছাত্র
আমি উচ্চবিদ্যালয়ে পা রেখেছি মাত্র,
প্রেম-ভালোবাসা সে বয়সে কি বুঝি
ভালো লাগতো তাই রোজ রোজ খুঁজি!
মেয়ে জাত, ছেলেদের থেকে আগে পাকে
পরিবর্তন দেহ মনে প্রতি বাঁকে!

হাত বাড়ালেই তুমি আকাশ পারতে ছুঁতে
আমাকে কিন্তু পেয়ে ছিলো তোমার ভূতে!
মন্দ্রিত মেঘ পেতে মুটো ভরে
কড়কড়ে রৌদ্রময় দেহ দেখতে পেতে ধরে!
কোন দিন জানতেও চাইলে না, রোজ ফুল কি দরকার,
বুদ্ধু ছিলে তুমি, ছেলেরা মননে মানসিকতায় হয় নানা প্রকার!

জানি না কোন কোকিলের গানে ভরে ছিলো তোমার মন
আমার চোখে এনে দিলে একদিন অশ্রু প্লাবন!
সাগরের ঢেউ দিয়ে গেলে বুক ভরে —
আমি কি এতই অযোগ্য ছিলাম দেখলে না একবার ফিরে!!

ক্যাপশন ঃ
সাজ্জাদ হোসেন।

Leave A Reply

Your email address will not be published.