ব্রেকিং নিউজ

বরিশালে দুর্বূত্তদের দেয়া বিষে নিঃস্ব মৎস্য চাষী

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে বিশারকান্দি ইউনিয়নের মুড়ারবাড়ী গ্রামের হাজী মোঃ শাহ আলম মোল্লার মাছের খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা মৎস্য অফিসারের লিখিতো পতিবেদন ও সরজমিনে গিয়ে দেখা যায় গত ১০ নভেম্বর (রবিবার) মোঃ শাহ্ আলম মোল্লার মালিকানাধীন প্রায় ৯ একর আয়াতনের মাছের খামারে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে বিষ প্রয়োগ করেছে স্থানীয় দুস্কৃতিকারীরা যাতে প্রায় ৭০০ মন তেলাপিয়া ও কার্প জাতীয় মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকার বেশি।

স্থানীয়দের কাছ থেকে জানাযায়, মোঃ শাহ্ আলম মোল্লা দীর্ঘদিন ধরে সফলতার সহিত সমন্বিত মৎস্য চাষ করে আসছেন যাতে এলাকায় কিছু পরিবারের আত্মকর্মসংস্থানেও সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এলাকার দূবৃর্ত্তরা মৎস্য খামারে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে। যাহা অত্যন্ত অমানবিক এবং ষড়যন্ত্র মূলক। হীনস্বার্থ চরিতার্থ করার জন্য দূবৃর্ত্তরা এ ধরনের উৎপাদনশীল মৎস্য খামার ধ্বংস করে মৎস্য উৎপাদনে বাঁধার সৃষ্টি করছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এ ধরনের কর্মকান্ডের ফলে এলাকার মৎস্য খামারীরা মৎস্য চাষে উৎসাহ হারিয়ে ফেলছে এবং খামার নিয়ে খুবই দুঃশ্চিন্তায় পড়েছেন বলে নানিয়েছেন অনেকে।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী জানান, খবর পেয়ে তাৎক্ষনিক মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার জনাব জয়দেব সমদ্দারকে ঘটনাস্থলে পরিদর্শনের জন্য পাঠানো হয়েছিলো, পরিদর্শন শেষে তিনি দপ্তরে রিপোর্ট করেছেন। রিপোর্টে তিনি বর্ণনা করেছেন যে, উক্ত খামারে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ, তেলাপিয়া, চায়না পুঁটি, পাঙ্গাস, মিরর কাপ, বিগহেড, ব্লাক কার্পসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে।

তিনি রিপোর্টে আরো লিখেন উক্ত খামারে বিষ প্রয়োগে যে আর্থিক ক্ষতি হয়েছে তাতে খামার মালিক সম্পূর্ণ নিঃস্ব হয়েছে এবং তার অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে। এমতাবস্থায় উক্ত দূবৃর্ত্তকারীদের আইনের আওতার এনে সঠিক বিচার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছে এবং উক্ত খামারী পরবর্তীতে যাতে পূনরায় মৎস্য চাষ করে সফলতা অর্জন করতে পারে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেছে বানারীপাড়া উপজেলা মৎস্য দপ্তর।

এ ব্যাপারে বানারীপাড়া থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা বলেন বিশারকান্দী ইউনিয়নের মুড়ারবাড়ী গ্রামের মোঃ শাহ্ আলম মোল্লার মাছের খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বূত্তরা এমন সংবাদ পেয়ে আমার অফিসার পাঠিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। মামলা হলে তদান্ত করে আইন অনুযায়ী ব্যাবস্থা নিবো।

অপরদিকে স্থানীয় মৃত নুরুল হকের ছেলে মোঃ আশ্রাফুল ও আঃ লতিফ এর ছেলেকে মোঃ নূরুল ইসলাম গংরা এধরনের নিকৃষ্ট কর্মকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন মোঃ শাহ্ আলাম মোল্লার পরিবার।

এ ব্যাপারে আশ্রাফুল ও নুরুল ইসলামের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.