গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা
গোপালপুর (টাঙ্গাইল) থেকে আমিনুল ইসলাম মারুফী : টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে বুধবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টার মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. মফিজুর রহমান, সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার ও ধোপাকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির উপজেলা শাখা সভাপতি ও প্রধান শিক্ষক মো. জোবায়েরুল হক আমীন, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখা সভাপতি ও প্রধান শিক্ষক বিলকিস জাহান, প্রধান শিক্ষক কানিজ ফাতেমা রুমী ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কোষাধ্যক্ষ ও ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা, সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা সদস্য সচিব ও বাঘিল কিশোর কুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেসমিন আক্তার বন্যা এসময় উপস্থিত ছিলেন সাংবাদিকসহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্ধ। বক্তারা বলেন প্রত্যেক শিশু হলদে পাখির নিয়ম নীতিগুলো মেনে চললে শৈশব থেকেই শিশুমনে শৃঙ্খলাবোধ জন্মাবে এবং শিশুদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।