ব্রেকিং নিউজ

কবিতা ঃ নিরাপদ! কলমে ঃ দেবিকা রানী হালদার।

আমি চলছি পথ বেয়ে
অদূরে দাড়ালো মাইক্রোবাস যেয়ে,
চীৎকার এলো ভেসে,
বাঁচাও বাঁচাও অপহরণ কারীরা দিলো হেসে!

মাইক্রোবাস গেলো চলে
কাউকে কিছু না বলে,
এতক্ষণ নারীর উদাম-দিগম্বর দেহ
ছিন্ন ভিন্ন করছে হয়তো কেহ?

তেমন ইতো আছে সেই একাত্তর
তেমন ইতো চেনা মুখোশ ধারী শত্রুর,
এ কোন দেশ, কোথায় কোন পরিবর্তন
আগে ধর্ষনকারী ছিলো পাকিস্তানি হানাদার
এখন জিন্দাবাদের হুংকারে পয়দা বাংলাদেশী কারখানার!

একা একা নিরাপদ নয় পথ চলা
কি জানি কি হয় যায় না বলা,
একরাশ ঘৃণায় একদলা থুতু দিলাম ঢেলে
মুখোশের আড়ালে পঞ্চান্ন বছর পিছে গেছি চলে!

ক্যাপশন ঃ

Leave A Reply

Your email address will not be published.