আমাদের বিশ্বনবী
হযরত মুহাম্মদ মোস্তফা (সা:)
সুরাইয়া আলমগীর আনারকলি
অন্ধকারের কুয়াশা ভেদ করে উঠলো যে রবি।
যেন মা আমেনার কোলে দোলে রাঙা রবি,
বিশ্ব মানবতার কল্যাণের বার্তা নিয়ে
মা আমিনার কোল আলো করে-
মরুর বুকে উদিত হল সে রবি যেন নুরের ও ছবি, ধন্য হল আরবভূমি।
তোমার আগমনে মানবকূল পেল যে
আলোর পথের ঠিকানা।
চির সত্যের ব্রতচারী যে তুমি
আমাদের আলামিন তুমি
হিংসা বিদ্বেষ এর অনেক ঊর্ধ্বে তুমি।
মানবকুলের কান্ডারী তুমি।
সত্যের মশাল ন্যায়ের মশাল হাতে
চলেছো তুমি শান্তির বাণী কল্যাণের বাণী
পৌঁছে দিতে কত কণ্টক পথ
পাড়ি দিতে হয়েছে তোমাকে।
হে মানবতার কবি।
স্বল্প জীবনের পথ পরিক্রমায়
সত্যের বাণী কল্যাণের বাণী
তৌহিদের বাণী পৌঁছে দিয়েছো তুমি
নির্ভয়ে।
দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের পর
মানবজাতির জন্য রেখে গেলে মহাগ্রন্থ
আল কোরআন।
তোমার মতাদর্শ অতিরিক্ত নিষ্প্রয়োজন
কোন কিছুই কল্যাণ বয়ে আনেনা।
স্বল্প জীবনে পৃথিবী থেকে নিয়েছো
যে বিদায়
এখনো তোমার আদর্শে অনুপ্রাণিত
আলোকিত পৃথিবীর প্রতিটি প্রান্তর।
তুমি আছো আমাদের হৃদয়ের মনিকোঠায় চির অমলিন চিরভাস্বর হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হেলাল উদ্দিন © সর্বস্বত্ত সংরক্ষিত
Copyright © 2023 স্বাধীন বাংলা নিউজ | তথ্য মন্ত্রনালয় নিবন্ধন নং-১৭৯