ব্রেকিং নিউজ

বাকেরগঞ্জে কলসকাঠী বৃষ্টি উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রবিবার (৪আগস্ট) সকাল ১০টার সময় বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে ৯ দফা দাবির পক্ষে কলসকাঠী বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলসকাঠী বি এম একাডেমি ও কলসকাঠী ডিগ্রি কলেজের
শিক্ষার্থীদের নেতৃত্বে আশেপাশের আরো কয়েকটি বিদ্যালয় শিক্ষার্থীরা সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করে। এ সময় শিক্ষার্থীরা “এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ” বলে বিক্ষোভ সমাবেশে স্লোগান দেয়।

বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা বলেন,
তাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। তাদেরে এ আন্দোলন ৯ দফা দাবি বাস্তবায়নের পক্ষে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত চলবে। তারা আরো বলেন, এই স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত এক দফা দাবিতে আন্দোলন চলছে চলবে।

Leave A Reply

Your email address will not be published.