ব্রেকিং নিউজ

গ্রেফতারের কিছু নিয়মকানুন,সবার জেনে রাখুন। উপকারে আসতে পারে।

১। গ্রেফতার করার সময় পুলিশ তার পরিচয় পত্র দেখাতে বাধ্য।

সুতরাং সিভিল ড্রেস বা ড্রেসে হলেও গ্রেফতার কারী পুলিশ অফিসারের পরিচয় পত্র দেখতে চাইবেন।

২। গ্রেফতার করার সময় গ্রেফতারী পরোয়ানার সারসংক্ষেপ পুলিশ অফিসার গ্রেফতারকৃত ব্যক্তিকে বলতে বা পড়ে শুনাতে বাধ্য।

সুতরাং বাসায় পুলিশ এলে বাসায় ঢুকতে দেওয়ার আগে এরেস্ট ওয়ারেন্ট বা সার্চিং ওয়ারেন্ট দেখতে চাইবেন।

৩। এক থানার পুলিশ অন্য থানায় গ্রেফতারী পরোয়ানা কার্যকর করতে গেলে, সেখানের ম্যাজিস্ট্রেট বা ওসির সাইন নিতে বাধ্য(বিশেষ সিসুয়েশন ব্যতীত)।

সুতরাং কোন থানা থেকে এসেছে জেনে নিন।

৪। গ্রেফতার করার সময় পালানো আটকাতে যতটুকু প্রয়োজন ততটুকু আটকানো যাবে (হাতকড়া বা অন্য উপায়, সিসুয়েশন অনুযায়ী সিধান্ত নেওয়ার অধীকার রয়েছে পুলিশের)

সুতরাং পালানোর চেষ্টা করে বিপদ বাড়ালে পুলশসকে দায়ী করতে পারবেন না।

৫। স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে বা গ্রেফতারে বাধা না দিলে দেহ স্পর্শ বা হাতকড়া লাগানোর প্রয়োজন নেই।

৬। গ্রেফতারী পরোয়ানা,(arrest warrant) ইস্যুকারী আদালত বাতিল না করা পর্যন্ত অথবা গ্রেফতার কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ(মেয়াদ) থাকে। অর্থা এরেস্ট ওয়ারেন্ট এর মেয়াদ তামাদি হয় না কখনোই।

সুতরাং ৫/৬ বছর আগের এরেস্ট ওয়ারেন্ট থাকলেও পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে। এমন কোন কিছু থাকলে জামিন নিয়ে রাখুন কোর্ট থেকে।

৭। গ্রেফতারী পরোয়ানা যেকোনো স্থানে কার্যকর করা যায়। যে কোন পুলিশ/ পুলিশ অফিসার কার্যকর করতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.