ব্রেকিং নিউজ

ঝিনাইগাতীতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত : অন উপস্থিত -৬

গোলাম রব্বানী টিটু: শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ ঘটিকায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলে। ঝিনাইগাতী আলহাজ্ব শফি উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরুয়ার আলম জানান
এবছর ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন কলেজ থেকে এইচএসসি ও সমমানের ৪ শত ৩২জন পরীক্ষার্থী অংশ গ্রহণের কথা থকলেও ৪ শত ২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ৬ জন অন উপস্থিত থাকে।পরীক্ষার মূল কেন্দ্র আলহাজ্ব শফি উদ্দিন আহমেদ কলেজ ছাড়াও ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইগাতী উপজেলার ৫ টি কলেজ থেকে এসব পরীক্ষার্থীরা অংশ গ্রহন করে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রগুলো সরেজমিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আশরাফুল আলম রাসেল,সহকারি কমিশনার (ভূমি)অনিন্দিতা রানী ভৌমিক কেন্দ্র পরিদর্শন করেন।
উক্ত পরীক্ষা শান্তিপূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.