ব্রেকিং নিউজ

বগুড়ায় আদালত প্রাঙ্গনে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন প্রধান বিচারপতি

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়ার আদলত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জে’ নামের বিশ্রামাগারের উদ্বোধন করেন প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান। বুধবার বেলা ১টায় আদালত চত্বরের এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ এ,কে,এম মোজাম্মেল হক চৌধুরী, বিশেষ জজ আদালতের জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর, প্রশাসনিক ট্রাইব্যুনাল এর বিচারক শরনিম আকতার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আশিকুল খবির, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামন ও অতিরিক্ত জেলা ও দায়রা জজবৃন্দ। এছাড়া বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ বিভিন্ন আদালতের বিচারকগণ, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, এ্যাডভোকেটস বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পদকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন দূর দুরান্ত থেকে আগত বিচার প্রার্থীদের অসুবিধার কথা চিন্তা করে “ন্যায়কুঞ্জ” নামের এই বিশ্রামাগাড় নির্মান করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.